বরিশালে ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৫৮ জন

বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪, ০৮:৩১ পিএম

স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে জেলা পুলিশে ৫৮ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে।

মাত্র ১২০ টাকার বিনিময়ে তারা চাকরি পেয়েছেন।

শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বিপিএম বলেন, মেধার ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখানে যারা নিয়োগ পেয়েছে, তাদের অনেকের বাবা দিনমজুর, হকার, ভ্যানচালক, জেলে ও ইটভাটায় কাজ করেন।

তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশের সকল দপ্তরের কাছে পুলিশের নিয়োগ প্রক্রিয়া একটি দৃষ্টান্ত। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান পুলিশের এ দৃষ্টান্ত স্মরণ করে। মাত্র ১২০ টাকা খরচে আমরা ৫৮ জনকে নিয়োগ দিয়েছি। আরও ১২ জন অপেক্ষমাণ রয়েছে।

পুলিশ সুপার বলেন, নিয়োগ পেতে মোট ২ হাজার ৫০০টি আবেদন জমা পরেছিল। এরমধ্যে ৫৭৪ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্য থেকে ৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে পুরুষ ৪৯ জন ও নারী নয়জন।

পুরুষ নিয়োগ পাওয়াদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১২ জন, পোষ্য কোটায় পাঁচজন ও সাধারণ কোটায় ৩২ জন। নারীদের জন্য কোন কোটা ছিল না।

ইএইচ