কুড়িগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪, ০৭:১২ পিএম

কুড়িগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মার্কেট ও শপিংমলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, পবিত্র ঈদুল ফিতরে নৈতিক ব্যবসার জন্য ক্রেতা, বিক্রেতাসহ মার্কেট ফোর্সেসের সকল অংশীজনের জন্য টেকসই ও সহনীয় পরিবেশের জন্য কুড়িগ্রামে পুলিশ পুরো রমজানে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

ক্রেতারা যাতে নির্বিঘ্নে শপিং করে বাড়ি ফিরতে পারে সেজন্য প্রতিদিন প্রায় শতাধিক পুলিশের সমন্বয়ে নেয়া বিশেষ ট্রাফিক ব্যবস্থা। নিরাপদ আর্থিক লেনদেনের জন্য পুলিশ ও বিভিন্ন অংশীজনের শতাধিক সিসিটিভি মিনিটরিং সার্বক্ষণিক নিবিড়ভাবে করছে পুলিশ। অটো ও বাইকসহ চুরি ছিনতাই রোধে পোষাকি পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সাদা পোষাকের পুলিশ তত্ত্বাবধান করছে পরিস্থিতি।

প্রতিটি শপিংমলে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নিরাপত্তা নিশ্চিতে শপিংমল ও বিভিন্ন রাস্তার মোড়ে পুলিশের পুরুষ সদস্যের পাশাপাশি নারী সদস্যদের মোতায়েন করা হয়।

সার্বিক এই ব্যবস্থাপনা কুড়িগ্রামের বিভিন্ন মার্কেট পরিদর্শনে যান পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

এ সময় সাথে ছিলেন- কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, চেম্বার অব কমার্স সভাপতি আব্দুল আজিজ সরকারসহ বিভিন্ন মার্কেটের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

ইএইচ