ভোলায় পুলিশের ফ্রি বাস সার্ভিস উদ্বোধন

ভোলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪, ০৫:৩২ পিএম
ভোলায় পুলিশের ফ্রি বাস সার্ভিস উদ্বোধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সেবায় ভোলা জেলা পুলিশের ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশের ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম।

ভোলা ডিস্ট্রিক পুলিশের পেইজে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

সদর উপজেলার ইলিশা লঞ্চ ঘাট থেকে ভোলা বাসস্ট্যান্ড পর্যন্ত এ ফ্রি বাস সেবা চালুর আওতায় থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এ সময় মো. মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

AddThis Website Tools