দেলদুয়ারে পিস্তলসহ যুবক আটক, মাদক উদ্ধার

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০৫:৩৭ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করে বিক্রি করতো রাজিব ভৌমিক (৪০) নামের এক যুবক। সেই সঙ্গে ইয়াবা, হেরোইন ও গাঁজাও বিক্রি করতো সে।

মঙ্গলবার জনতার হাতে আটক হয়ে উন্মোচিত হয়েছে রাজিবের মাদকের সামরাজ্যের কর্মকান্ড। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার ডুবাইল ইউনিয়নের নলকী গ্রামে। রাজিব ওই গ্রামের মিহির ভৌমিকের ছেলে।

ডুবাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কায়সার মাহমুদ বলেন, সরকারি কাজে বাঁধা দেয়া নিয়ে রাজিবের সঙ্গে ফরহাদ নামের ব্যক্তির ঝগড়া বাঁধে। এক পর্যায়ে রাজিব পিস্তল দিয়ে ফরহাদকে গুলি করার ভয় দেখায়। পরে অন্যান্য লোকের সহায়তায় রাজিবকে আটক করা হয়। রাজিব শুধু মাদক ব্যবসায়ীই নয় সে একজন দুর্ধর্ষ ডাকাতও।

দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুৎ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলখী এলাকা থেকে রাজিব নামের এক দুর্ধর্ষ সন্ত্রসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেহ তল্লাশি করে একটি রিভলবার, ১ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করা হয়েছে।

ইএইচ