উৎপাদন ও সরবরাহ মূল্যসহ চালের বস্তার উপর মুদ্রিতকরণের কার্যক্রম উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০৬:০৫ পিএম

অটোমেটিক ও হাস্কিং রাইস মিল থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহকৃত চালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ‘উৎপাদন ও সরবরাহ’ মূল্যসহ সকল প্রকার বস্তা অথবা প্যাকেটের উপর মুদ্রিতকরণের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে নেত্রকোণা সদর উপজেলার আমতালা ইউনিয়নের রামকৃষ্ণপুরে মেসার্স মজুমদার অটো রাইস মিলে নেত্রকোণা খাদ্য বিভাগ এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।

নেত্রকোণা খাদ্য বিভাগের জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাফিকুজ্জামান, অটোমেটিক ও হাস্কিং রাইস মিল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী এইচ আর খান পাঠান সাকী, মেসার্স মজুমদার অটো রাইস মিলের স্বত্বাধিকারী সুজিত মজুমদারসহ অন্যান্যরা।

ইএইচ