বাগাতিপাড়ায় আগুনে পুড়ল ১২ ঘর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ০৫:৪১ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় আগুন লেগে ৬টি পরিবারের ১২টি ঘর ভস্মীভূত হয়েছে। এছাড়া এই অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি ছাগল ও তিনটি গরু পুড়ে মারা গেছে।

মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা ধারণাও করতে পারছেন না।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানান, মঙ্গলবার শেষ রাতে উপজেলার চিথলিয়া গ্রামের বিরাম উদ্দিন, মধু মন্ডল, সারজানা, হীরা, সাবান এবং সুজনের বাড়িতে আগুন লেগে গরু ছাগলসহ ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র, মালামাল, নগদ অর্থ এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার ফজলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুর ঘরে মশা তাড়ানোর জন্য শুকনো গোবরে (ঘুঁটে) আগুন জ্বালানোর ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমরা এবং লালপুর ফায়ার সার্ভিস টিম গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে তাদের প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচ