মধুপুরে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ০৬:০৫ পিএম

দেশজুড়ে চলমান তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরম থেকে রক্ষা পেতে টাঙ্গাইলের মধুপুরের রানী ভবানী উচ্চবিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত  করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মধুপুর উলামায়ে পরিষদের আয়োজনে ইসতিসকার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মধুপুর উপজেলার পোদ্দারবাড়ী ঘোনাপাড়া জামে মসজিদের খতিব মোহাম্মদ রিজোয়ানুল্লাহ রেদোয়ান।

সালাতে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে সালাতের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত সালাত আদায় করেন।

নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য বিশেষ দোয়া করেন মুসল্লিা। মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করে অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা।

ইএইচ