বেড়াতে যাওয়ার ক্ষিপ্ত হয়ে স্ত্রীর শরীরে ২৭ কোপ

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ০৮:১০ পিএম

বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রী শাহনাজ বেগমকে (৩৫) হত্যার উদ্দেশ্য স্বামী মাহাতাব ও তার সহযোগীরা শরীরের ২৭ স্থানে ধারালো অস্ত্রের আঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ আহত শাহনাজ বেগমকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে বুধবার রাতে।

জানা গেছে, উপজেলার ঘোপখালী গ্রামের মাহতাব হাওলাদারের স্ত্রী তিন সন্তানের জননী শাহনাজ বেগম গত মঙ্গলবার বাবা নান্না কাজীর বাড়িতে বেড়াতে যায়। এতে ক্ষিপ্ত হয় স্বামী মাহতাব। বুধবার গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে স্বামী মাহাতাব ধারালো অস্ত্র দিয়ে মাথা, মুখমণ্ডল, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে ২৭টি কোপ দেয়। পরে মৃত ভেবে ফেলে রাখে। খবর পেয়ে তার স্বজনরা থানায় খবর দেয়।

পুলিশ এসে ঘাতক স্বামী মাহতাবকে আটক করে এবং গুরুতর আহত তার স্ত্রী শাহনাজকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক তাকে সংকটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।

আহত শাহনাজের মামা নাসির হাওলাদার বলেন, আমার ভাগ্নি তার বাবার বাড়িতে বেড়াতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী মাহতার ও তার সহযোগীরা ঘুমন্ত ভাগ্নিকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথা, মুখমণ্ডল, হাত, দা ও শরীরের বিভিন্ন স্থানে ২৭টি কোপ দেয়। পরে মৃত ভেবে ফেলে রাখে। আমরা এ ঘটনার শাস্তি দাবি করছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুনা বিনতে হক বলেন, ওই নারীর মাথা, মুখমণ্ডল, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে সঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাহাতাবকে আটক করা হয়েছে।

ইএইচ