মে দিবসে স্বামীর মারধরে নারী শ্রমিকের মৃত্যু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: মে ২, ২০২৪, ০১:২৯ পিএম

মে দিবসে সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে পোশাক শ্রমিক স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় স্বামী তৈমুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

বুধবার সন্ধ্যার দিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।  

নিহত ময়না বেগম (৬০) আশুলিয়ার উত্তরগাজীরচট এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস থেকে স্থানীয় গ্রামীণ নিটওয়্যার লি. পোশাক কারখানায় ক্লিনার পদে চাকরি করতেন বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত স্বামী তৈমুর রহমান (৬৫) পেশায় দিনমজুর। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নিরাপাড়া গ্রামে।

পুলিশ জানায়, বুধবার বিকালে পারিবারিক কলহের জেরে বাগবিতন্ডার একপর্যায় স্ত্রী ময়না বেগমকে মারধর করে তার স্বামী তৈমুর। পরে আহত অবস্থায় স্ত্রী ময়না বেগমকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে কিল-ঘুষির আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ।

আশুলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই সাথে এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইএইচ