কালাইয়ে টানা চতুর্থবার উপজেলা চেয়ারম্যান হলেন মিলন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২৪, ০৫:২৪ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন। এ নিয়ে তিনি টানা চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।

বুধবার অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে মিনফুজুর রহমান মিলন পেয়েছেন ৪২ হাজার ৪৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক নিয়ে তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল পেয়েছেন ৩০ হাজার ৯৪৩ ভোট।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে ৩৪ হাজার ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীকের প্রার্থী মো. গোলাম মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ছানোয়ার হোসেন টিউবয়েল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৯১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৩ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাঁস প্রতীকের প্রার্থী মোছা. মেরিনা খাতুন মেরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছা. মরিয়ম নেছা কলস প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৪১৩ ভোট।

কালাই উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহিনুর বেগম জানান, কালাই উপজেলায় ১ লাখ ২২ হাজার ৭৩৬ ভোটের মধ্যে ৮৩ হাজার ৬৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উপজেলা চেয়ারম্যান পদে মো.মিনফুজুর রহমান মিলন, ভাইস চেয়ারম্যান পদে মো. গোলাম মোস্তফা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মেরিনা খাতুন মেরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ইএইচ