ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২৪, ০৪:২৭ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ খামার ভাতি গ্রামে রফিক ইসলামের বসত বাড়ি থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

শনিবার ভোররাতে গোপন সূত্রের ভিত্তিতে র‍্যাব-১৩ রংপুরের আভিযানিক দল মাদক ব্যবসায়ীকে শনাক্ত করে এবং মাদক ব্যবসায়ী ফাতেমা বেগমকে ১৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় স্বামী রফিকুল ইসলাম সুকৌশলে পালিয়ে যায়।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করে আসছে তারা। তার উপর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে র‍্যাব-১৩ রংপুরের আভিযানিক দল মাদক ব্যবসায়ীকে শনাক্ত করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসায়ী ফাতেমা বেগমকে ১৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ সে লালমনিরহাট এবং পাশের জেলাগুলোতে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট কালিগঞ্জ থানায় হস্তান্তর করা করেছে।

ইএইচ