মাগুরায় আফজাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২৪, ০৭:৫৭ পিএম

মাগুরায় আফজালের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে রাজাপুর রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক স্থানীয় জনগণ ও নিহতের পরিবারের সদস্যরা।

মানববন্ধনে আফজালের পরিবারের সদস্য, আছিয়া বেগম, নুরুল্লাহ শেখ, ফারজানা খাতুন, ওসমান শেখ, মুরাদ শেখ বলেন, গত ৪ মে আফজাল হোসেনকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এ বিষয়ে আমরা মোহাম্মদপুর থানাতে এজাহার দিতে গেলে আমাদের অভিযোগ গ্রহণ করা হয়নি।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে স্ত্রী-পুত্রের নির্যাতন ও মারধরের কারণে কৃষক আফজাল শেখকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. বোরহান উদ্দিন জানান, ঘটনার বিষয়টি নিয়ে মহম্মদপুর থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।

ওসিকে মামলার এজাহার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে, এটি যদি পরিকল্পিত হত্যাকাণ্ড হয় তাহলে আইনিভাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ