দিনাজপুরে এসএসসিতে পাশের হার ৭৮. ৪৩

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৪, ০৩:৫৭ পিএম

অন্যান্য বোর্ডের মত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি ২০২৪ সালে পাশের হার শতকরা ৭৮ দশমিক ৪৩ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ১০৫ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ৮ হাজার ৮৫৯ ও ছাত্রীর সংখ্যা ৯ হাজার ২৪৬ জন। জিপিএ-৫ এ ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

এই বোর্ডে ৮ জেলার ২ হাজার ৭৭৫টি স্কুলের ১লাখ ৯৮ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী এবার অংশ গ্রহণ করেন। যার মধ্যে পাশ করেছে ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী।

শতভাগ পাশ করেছে এমন স্কুলের সংখ্যা ৭৭টি। শতভাগ পাশ করেনি অর্থাৎ সবাই ফেল করেছে এমন স্কুলের সংখ্যা ৪ টি। অর্থাৎ এই ৪টি স্কুল থেকে কেউ পাশ করেনি।

এদিকে ছাত্রের পাশের হার ৭৫ দশমিক ৮৫ এবং ছাত্রীর পাশের হার ৮১ দশমিক ০৭। পাশের হারের দিক থেকে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

ইএইচ