চরফ্যাসনের হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মুজিব কিল্লার পাশের ডোবায় কয়েক ধাপে ড্রেজিংয়ের ফলে হুমকির মুখে রয়েছে কিল্লাটি। সম্প্রতি শুরু হওয়া ড্রেজিং এর ফলে কিল্লাটির এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, জাহানপুর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল, জাকির, ভুট্রো, সত্তার খন্দকার কিল্লার পার্শ্ববর্তী ডোবা থেকে ড্রেজিং করে মাটি উত্তোলন করে তা বিক্রি করছেন। তারা আরো জানান, এর আগেও কয়েক ধাপে মুজিব কিল্লার পাশ থেকে তারা মাটি ড্রেজিং করে বিক্রি করেছে। এ বিষয়ে কাউকে তোয়াক্কা করছেনা এই গ্রুপটি।
মুজিব কিল্লার পাশের ডোবা থেকে ড্রেজিং করে মাটি উত্তোলন করার বিষয় সত্যতা স্বীকার করে বাবুল খন্দকার জানান, কিল্লার পাশের ডোবাটি আমাদের রেকডীয় সম্পত্তি। কিল্লার পাশে রেকর্ডকৃত জমিতেও এভাবে ড্রেজিং করা যায় কিনা? এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি চুপ থাকেন।
সহকারী কমিশনার( ভূমি) সালেক মুহিদ জানান, মুজিব কিল্লা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আরএস