ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৪, ০২:১২ পিএম

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম বিপিএএ। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আল-আমিন রহমানের সঞ্চালনায় পুষ্টি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. কামরুল হাসান নোবেল।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা প্রমুখ।

এর আগে, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৫ বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম বিপিএএকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ইএইচ