মধুপুরে দিনব্যাপী দুগ্ধ উৎপাদন প্রশিক্ষণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৪, ০৯:১৩ পিএম

টাঙ্গাইলের মধুপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতাধীন প্রডিউসার গ্রুপ (পিজি) এর সদস্যদের নিয়ে দিনব্যাপী দুগ্ধ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মধুপুর উপজেলাধীন আশ্রা প্রাণিসম্পদ কৃষক স্কুল মাঠে এ দুগ্ধ উৎপাদন প্রশিক্ষণের আয়োজন করেন মধুপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মাহবুবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা ও জেলা ট্রেনিং কর্মকর্তা ডা. মো. শহীদুল আলম।

এ সময় আরও অন্যান্য কর্মকর্তাসহ পিজির ৪০ জন সদস্য ও খামারিরা উপস্থিত ছিলেন।

বক্তারা, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং গাভীর বিভিন্ন রোগ ও রোগের প্রতিকার বিষয়ে আলোচনা করেন

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

ইএইচ