ভারতে লোকসভা নির্বাচন: ২০ মে পর্যন্ত বেনাপোল সীমান্তে চলাচল বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি: প্রকাশিত: মে ১৭, ২০২৪, ১১:২৫ এএম

ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও আসনে লোকসভা নির্বাচন কারণে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার (২০ মে) তারিখ সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন দিন বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার ও যানবাহন চলাচল বিধি নিষেধ আরোপ করেছেন ভারত সরকার।

বৃহস্পতিবার এক নির্দেশনায় উত্তর চব্বিশ পরগনার জেলা নির্বাচন কর্মকর্তা এ নির্দেশনা জানিয়েছেন।

নির্দেশনায় বলা হয়, ২০ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনগাঁও সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য সব আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চলাচল বন্ধ রাখা এবং মানুষ ও যানবাহনের চলাচল ১৭ মে সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত নিয়ন্ত্রিত রাখা প্রয়োজন।

বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় যাত্রীরা এই তিন দিনে ভারতে প্রবেশ করতে পারলেও ভারতে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা এই তিন দিনে বাংলাদেশে ফিরে আসতে পারবে না। ২১ তারিখ সকাল থেকে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

বেনাপোল চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ভারতীয় চেকপোস্ট থেকে একটি চিঠির মাধ্যমে লোকসভা নির্বাচনের কারণে তিন দিন যাত্রী পারাপারে বিধি-নিষেধের বিষয়ে জানতে পেরেছি। এ তিন দিনে নতুন কোনো যাত্রী ভারতের প্রবেশ করতে পারবে না। তবে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারতে ফিরে যেতে পারবে এবং যে সমস্ত বাংলাদেশিরা মেডিক্যাল ভিসা বা ইমার্জেন্সি ভিসা নিয়ে ভারতে যেতে চাই তারাই বন্ধের তিন দিনে ভারতে যেতে পারবে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ভারতীয় লোকসভা নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে শনিবার থেকে বুধবার পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ কয়দিন বেনাপোল বন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় থাকবে এবং আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় দু’দেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম চালু হবে।

বিআরইউ