স্বাধীনতা পদকপ্রাপ্ত আব্রাহাম লিংকনকে নাগরিক সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০৮:২৩ পিএম

স্বাধীনতা পদকপ্রাপ্ত কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকনকে কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার বিকালে শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন, কুড়িগ্রাম-১ আসনের এমপি এ.কে.এম মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৪ আসনের এমপি অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ মো. আফজাল।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. মশিউর রহমান।

পরে মন্ত্রী সরকারি শিশু পরিবার পরিদর্শন করে সন্ধ্যায় রংপুরের উদ্দেশ্যে গমন করেন।

এর আগে বিকেল ৪টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি নতুন শহরে অবস্থিত উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

এ সময় তিনি জানান, এই মুহূর্তে সামাজিক বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতাভোগীর ভাতা বৃদ্ধির সম্ভাবনা নেই। তবে আমরা বাজেট পর্যন্ত অপেক্ষা করতে পারি কোন ভাতাভোগীর জন্য এটাই তার একমাত্র অবলম্বন এটা কিন্তু নয়। ভাতা দেয়ার অনেকগুলো কারণ রয়েছে। এরমধ্যে নিজেকে তিনি অসহায় না মনে করেন। রাষ্ট্র তার পাশে রয়েছে। পরিবারে যেন তার সম্মান বাড়ে সেজন্য ভাতা প্রদান করা হয়।

ইএইচ