বোয়ালমারীতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম

আমার সংবাদ ধর্ম ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৫:৫৯ পিএম

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে হেলমেট পরিধান ব্যতীত পাম্পগুলো ও দোকানগুলোতে থেকে মিলছে না মোটরসাইকেলের জ্বালানি তেল। হঠাৎ করেই এই বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে থানা পুলিশ।

উপজেলার দুটি তেলের পাম্পে পুলিশের পক্ষ থেকে ‘হেলমেট নাই তো তেল নাই’ স্লোগান সম্বলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।

গত ১৮ মে থেকে এই নীতি বাস্তবায়নে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঠে নেমেছেন।

পুলিশ বলছে, সড়ক-মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যত মানুষের প্রাণ যাচ্ছে, তাদের অধিকাংশ হেলমেট না পড়ার কারণে নিহত হয়েছেন।

সে কারণে শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করতে পুলিশ মাঠে নেমেছেন।

বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া বলেন, হেলমেট ছাড়া যদি মোটরসাইকেল চালকরা তেল না পায় তাহলে তারা হেলমেট পড়তে বাধ্য হবে। সকলে যদি হেলমেট পড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমে যাবে। পুলিশ ভালো উদ্যোগ নিয়েছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, হেলমেট ছাড়া যদি পাম্প থেকে তেল না পায়, তবে বাধ্য হয়েই মোটরসাইকেল চালকরা হেলমেট পড়বে। এতে করে শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করা যাবে। ফলে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা অনেকাংশ কমিয়ে আনা সম্ভব হবে।

ইএইচ