কলাপাড়ায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় আটক ১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৪, ০৬:২৪ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে দেখে সন্দেহভাজন মো. ইব্রাহিম প্যাদাকে (২৬) আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ২টার দিকে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর সীমানা সংলগ্ন তারিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকার আবু তাহের হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২টার দিকে মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাঙচুর করে স্বর্ণের চোখ চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ, র‌্যাব মন্দির এলাকা পরিদর্শন করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেন। মঙ্গলবার রাতে মন্দির কমিটির সভাপতি গোঁসাই সাহা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ২ লাখ ৩০ হাজার টাকা ক্ষতি সাধন উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, সিসি টিভির ফুটেজ দেখে শনাক্ত করে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।

ইএইচ