রাঙামাটিতে ক্রীড়া সংস্কৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২৪, ০৬:২৪ পিএম

রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে বেসরকারি উন্নয়নমূলক সংস্থার (আইডিএফ) কৈশোর কর্মসূচির আওতায় কৈশোর মেলা, ক্রীড়া সংস্কৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় ইন্টিগ্রেটে ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) রাঙামাটি সদর উপজেলা এর আয়োজনে, পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায়, রাণী দয়ামী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী কৈশোর মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফোকাল পার্সন, কৈশোর কর্মসূচি ও কো-অর্ডিনেটর আইডিএফ আঞ্চলিক কার্যালয়ের মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রণতোষ মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সহকারী শিক্ষক লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের লিটন দেব, মোহনা টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি মহুয়া জান্নাত মনি, এরিয়া ম্যানেজার রাঙামাটি আইডিএফ মহসিন মাসুদ, ব্যবস্থাপক রাঙামাটি শাখা মো. সবুজ, ব্যবস্থাপক বনরুপা শাখা আইডিএফ নিয়াজুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম অফিসার কৈশোর কর্মসূচি বান্দরবান মো. শফি আলমসহ উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাবের মেন্টর ও সদস্যরা।

অনুষ্ঠানে কৈশোর স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কৈশোর মেলা, মিনি ম্যারাথন দৌড়, ফুটবল প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও আর্ম রেসলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিকভাবে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রোগ্রাম অফিসার কৈশোর কর্মসূচি রাঙামাটি।

ইএইচ