শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২৪, ০৮:১৬ পিএম

বরিশালের বাকেরগঞ্জে আফসার-খায়রুন ইসলামী পাঠাগার ও নৈতিক শিক্ষালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার বিকাল ৫টায় উপজেলার বাবলাতলা মীম-জীম ভিলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অগ্রণী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আকন্দ মো. গোলাম মোস্তফা হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আফসার-খায়রুন ইসলামী পাঠাগার ও নৈতিক শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ড. আকন্দ মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সংগতি সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বশির আহম্মেদ হাওলাদার, খালিয়াজুড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামরুল আহম্মেদ, পশ্চিম বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনসার আলী তালুকদার, টেকসই উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুস সালাম হাওলাদার, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মহিন ও সিনিয়র  প্রিন্সিপাল অফিসার গোলাম মোরশেদ আকন্দ, আইটি অফিসার মো. ইব্রাহিম খান, দৈনিক কালবেলার উত্তম দাস, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক দক্ষিণবঙ্গের জাকির খান, বোয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আ.হাই, রাজা হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানে ১৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও আফছার-খায়রুন ইসলামী পাঠাগারের স্থায়ী ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

ইএইচ