‘নো হেলমেট নো রাইড’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্গম পাহাড়ি সড়কে মোটরসাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে গুইমারা রিজিয়নের আওতায় স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেছে খাগড়াছড়ি জেলার গুইমারা সেনা রিজিয়ন।
সোমবার সকালের দিকে গুইমারা রিজিয়নের উদ্যোগে গুইমারা রিজিয়ন সদর দপ্তরের এমপি চেকপোস্টের সামনে স্থানীয় শতাধিক মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেন।
হেলমেট বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, পার্বত্যাঞ্চলের শান্তি সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়ন এর সকল সেনা সদস্য আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ দেশের যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে সকলের জন্য সেনাবাহিনীর সহযোগিতা ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে গুইমারা রিজিয়নের পদস্থ সামরিক কর্মকর্তা ও গুইমারা থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচ