যশোরে ৩ লাখ ৪০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

যশোর প্রতিনিধি প্রকাশিত: মে ২৮, ২০২৪, ০৪:১৯ পিএম

আগামী ১ জুন থেকে যশোরে ৩ লাখ ৪০ হাজার ৫০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, আগামী ১ জুন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলার ২ হাজার ২৯৭টি কেন্দ্রের ৩ লাখ ৪০ হাজার ৫০৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে (৬-১১) মাস বয়সী শিশু ৪০ হাজার ৬৭৬জন এবং (১২-৫৯) মাস বয়সী শিশু ২লাখ ৯৯ হাজার ৮৩০জন রয়েছে। এ কাজে নিয়োজিত থাকবে ৫ হাজার ৫৫৮ জন কর্মী।

কর্মশালায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, ডা. অনুপম দাস, ডা. নাজিয়া আন্দালিব প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন তথ্য কর্মকর্তা এলিন সাঈদুর রহমানসহ স্থানীয়, জাতীয় পত্র-পত্রিকা ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ