জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়ন পরিষদ(ইউপি)চেয়ারম্যান মো. শহীদুল্লাহকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সভা হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে সভার আয়োজন করা হয়।
এ সময় লিখিত বক্তব্য দেন তুলশীরচর ইউপি চেয়ারম্যান মো. শহীদুল্লাহ ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তালেব আলী মৃধা।
তিনি বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোলাইমান হোসেনসহ ইউনিয়নে আমাদের প্রতিপক্ষের কিছু লোকজন মিলে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাঁধা দিচ্ছে। এছাড়া তারা আমাদের বিরুদ্ধে কর্মসৃজন কর্মসূচির শ্রমিক নিয়ে মিথ্যা তথ্য, গৃহনির্মাণ, আরএমপির মহিলা নিয়োগ, মাতৃত্বভাতা, ভিজিডি, ভিজিএফ কার্ড, অসচ্ছল-প্রতিবন্ধি ভাতা, ভূমি উন্নয়ন কর, টিআর কাবিখা ও গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে জেলা প্রশাসনের কাছে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে।
ইউপি চেয়ারম্যান মো. শহীদুল্লাহ এসব মিথ্যা তথ্যে কর্ণপাত না করতে ইউনিয়নবাসীসহ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ইএইচ