তাহিরপুরে মাদকসহ কারবারি আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মে ৩১, ২০২৪, ০৬:৩৭ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩০ পিস ইয়াবাসহ ফারুক হাসান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফারুক হাসান ওই গ্রামের আঙুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাদাঘাট বাজারে অভিযান চালায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানকালে কামড়াবন্দ গ্রামের ফারুক হাসানের বসত ঘরে মাদক ক্রয়-বিক্রির সময় মাদক ব্যবসায়ী ফারুক হাসানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামি দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ