কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যা ভাষার বর্ণমালা প্রশিক্ষণের উদ্বোধন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: জুন ১, ২০২৪, ০২:৩৭ পিএম

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে বছরব্যাপী ‘তঞ্চঙ্গ্যা ভাষার বর্ণমালা প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।

শনিবার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দিন, ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার মহাসচিব মৃণাল কান্তি তঞ্চঙ্গ্যা প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ও রাঙামাটি জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকর উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের অন্যতম সাহিত্যিক, ভাষাকর্মী ও শিক্ষক চন্দ্রসেন তঞ্চঙ্গ্যাকে।

আলোচনা সভা শেষে তিনি তঞ্চঙ্গ্যা বর্ণমালা শিক্ষা কোর্সটির উদ্বোধন ঘোষণা করেন। জেলা পরিষদের এমন উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত তঞ্চঙ্গ্যা ব্যক্তিবর্গ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।

ইএইচ