সিঙ্গাইরে ৫ ভুয়া র‌্যাব আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ১, ২০২৪, ০৪:১৮ পিএম

মানিকগঞ্জের সিঙ্গাইরে পাঁচ ভুয়া র‌্যাব সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার সকালে উপজেলার জামশা ইউনিয়নের আমতলা গ্রামে এই ঘটনা ঘটে।

ভুয়া র‌্যাব সদস্যরা হলেন, ফরিদপুর জেলার রাধানগরের নগরকান্দা গ্রামের সিকান্দারের ছেলে শামিম (শামিম র্যাব-১ এ কর্মরত বলে জানা যায়), মালেক শেখের ছেলে মিরাজুল শেখ (২৮), সোলেমান মৃধার ছেলে সম্রাট (২৮), পাবনা জেলার আটঘড়িয়া থানার পাটেশ্বর গ্রামের মৃত ফরমান প্রামাণিকের ছেলে আমিজুদ্দিন (৫০), সাভারের আশুলিয়ার খেজুরটেক গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের ছেলে জানিব (৬২)। জানিব নিজেকে ড্রাইভার হিসেবে পরিচয় দিয়েছেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, ড্রাইভারসহ মোট ৫ জনকে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে, তাদের আরও একজন সদস্য পলাতক আছে। তাকেও আটকের চেষ্টা চলছে।

ইএইচ