দৌলতপুরে কারখানা চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: জুন ১, ২০২৪, ০৪:৫৩ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধ নাসির ফ্যাক্টরি চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নাসির বিড়ি, নাসির টোব্যাকো ও নাসির লিফ টোব্যাকোর শত শত কর্মহীন বেকার শ্রমিক-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, শ্রমিক নেতা জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, মিলি আক্তার, কুলসুম খাতুনসহ অনেকে। এ সময় তারা কান্নাজড়িত কণ্ঠে বন্ধ ফ্যাক্টরি দ্রুত চালু করার দাবি জানান।

উল্লেখ্য, নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও মালিক নাসির উদ্দিন বিশ্বাস মারা যাওয়ার তার দুই স্ত্রী ও সন্তানদের দ্বন্দ্বের জেরে নাসির বিড়ি, নাসির টোব্যাকো ও নাসির লিফ টোব্যাকো ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়। ফলে কর্মহীন হয়ে পড়ে প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী ।

এদিকে দীর্ঘ ৫ মাস ধরে ফ্যাক্টরি বন্ধ থাকায় কর্মহীন ও বেকার শ্রমিক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। আগামী ঈদে ছেলে সন্তানদের মুখে কি তুলে দিবে তা নিয়েও রয়েছে চরম অনিশ্চয়তা।

ইএইচ