চাঁপাইনবাবগঞ্জে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ২, ২০২৪, ০২:৩১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের দক্ষতা উন্নয়নে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স-২০২৪।

রোববার সকালে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদ। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জাকির মুন্সী উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা, কৃচ্ছ্রতা সাধন, শুদ্ধাচারের কথাও তুলে ধরেন।

ইএইচ