সন্দ্বীপে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুন ৩, ২০২৪, ১০:১৭ এএম

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদের সাহসিকতার ১ যুগে পদার্পণ উপলক্ষ্যে সন্দ্বীপ উপজেলায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টায় এনাম নাহার মোড়ে বাংলাদেশ প্রেসক্লাব সন্দ্বীপ উপজেলা শাখা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার সংবাদের সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি ইলিয়াছ সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক মাস্টার শহিদুল্ল্যাহ,  সন্দ্বীপ শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি কাজী শামসুল আহসান খোকন, আজিমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, সাগর কন্যা সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি প্রাবন্ধিক মোস্তফা হায়দার, এনাম নাহার মোড় ব্যাবসা কল্যাণ সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক যায়যায়দিন ও দেশ বর্তমান পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি পুষ্পেন্দু মজুমদার, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সদস্য সচিব ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আবদুর রহমান ইমন, মুছাপুর এবি হাই স্কুলের সিনিয়র শিক্ষক বিধান চন্দ্র দাশ, দৈনিক প্রথম বুলেটিন পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি মাহমুদুর রহমান, দৈনিক বাংলার দূত ও বর্তমান সংবাদের প্রতিনিধি জাহেদুল ইসলাম শিহাব, দৈনিক আজকালের সংবাদের প্রতিনিধি আবদুল হামিদ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা স্টাফ রিপোর্টার নুর মোস্তফা আলী হাসান, ও ইয়াসিন আরাফাত প্রমুখ।

ইএইচ