বালুবোঝাই ট্রলি চাপায় কৃষক নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ৩, ২০২৪, ০১:৩৯ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ বালুবোঝাই ট্রলি চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়কে অবৈধ ট্রলি চলাচল বন্ধের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

নিহত কৃষক অলফাত মোল্যা বোয়ালমারী উপজেলা সদর ইউনিয়নের চালিনগর গ্রামের বাসিন্দা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলা সদর ইউনিয়নের চালিনগর অলফাত মোল্যা (৬৫) নিজবাড়ি থেকে বাইসাইকেলযোগে বিদ্যুতের বিল দিতে পৌরসদরের পল্লী বিদ্যুতের অফিসে আসেন। পল্লী বিদ্যুতের বিল দিয়ে বাড়ির উদ্দেশ্য বাইসাইকেলযোগে রওনা দেন তিনি। পথিমধ্যে সকাল সাড়ে ১০টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন আমগ্রাম পৌঁছালে পিছন থেকে একটি বালুবোঝাই ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলিটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ