চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: জুন ৫, ২০২৪, ১২:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (০৫ জুন) সকাল ১১টায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বেলুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধন করেন।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। সূচনা বক্তব্য দেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।

জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তর, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ দূষণ, বায়ুদূষণ, মাটি দূষণ, প্লাস্টিক দূষণের কারণে প্রাকৃতিক দুর্যোগসহ নেতিবাচক দিকসমূহ তুলে ধরেন।

বিআরইউ