নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি: প্রকাশিত: জুন ৫, ২০২৪, ০৩:৫২ পিএম

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

বুধবার (০৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান  সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা কান্তি ভুষণ কুন্ডু, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম (ডাবলু), জেলা তাতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা পরিবেশের বিপর্যয়ের জন্য নিজেদের অবহেলাকে দায়ী করে পরিবেশের বিপর্যয় রোধ করতে বেশি বেশি বৃক্ষ রোপণ ও পরিবেশ রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিআরইউ