মাটিরাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও চারা বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: জুন ৫, ২০২৪, ০৬:০৯ পিএম

‍‍`করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার (৫ জুন ) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এর আয়োজনে দিবসটি উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মিজানুর রহমান।

১৯৭৩ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। এরপর ১৯৭৪ সাল থেকে আজ পর্যন্ত প্রতিবছর দিবসটি সারা বিশ্বে পালন করা হচ্ছে।

এসময় মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আলী হোসেন, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র নাথ, ,মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা,পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী সহ বিভিন্ন দপ্তর প্রধান, ছাত্র/ছাত্রী, এনজিও কর্মী, সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মিজানুর রহমান বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণ করেন।

আরএস