কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুন ৫, ২০২৪, ০৮:৩৯ পিএম

কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সনাক, স্বজন, মহিলা পরিষদ, আরডিআরএস ও সলিডারিটি যৌথভাবে এ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল রেলি, মানববন্ধন, আলোচনা সভা ও গাছ বিতরণ ।

বুধবার (৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

এরপর র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিম, স্বজন সভাপতি খায়রুল আনম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সূর্য, জেলা মহিলা পরিষদ সভানেত্রী রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সলিডারিটি‍‍`র প্রতিনিধি বদরুন্নেছা বীথি, আরডিআরএস‍‍`র যুব প্লাটফর্মের সভাপতি শাহিন আলম, জেলা ব্রেড গার্লস‍‍`র সভাপতি শিল্পী খাতুন, সাধারণ সম্পাদক সানজিদা আক্তার প্রমুখ।

পরে জেলা প্রশাসন চত্বর ও কুড়িগ্রাম প্রেসক্লাবে আলাদাভাবে মানববন্ধন ও গাছ বিতরণ করা হয়।

অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবসে ‍‍`সবুজ করি কুড়িগ্রাম‍‍` কর্মসূচির আওতায় জেলা পুলিশের উদ্যোগে কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীদের মাঝে উন্নত কমলার চারাগাছ বিতরণ করেন,কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান, টিআই বানিউল আনাম।

আরএস