খাগড়াছড়িতে জাল নোট প্রচলন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০৭:৩৯ পিএম

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খাগড়াছড়িতে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শেখ হাসিনা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখা’র সহকারী মহাব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরা।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার নোটের লেনদেনের চেষ্টা চালায়। কোরবানি ঈদ আসলেই জালনোট চক্রকারীরা বেপরোয়া হয়ে উঠে। জাল নোট না চেনার কারণে অনেকেই বিপদে পড়ে। পথে বসতে হয়। আমাদেরকে জাল নোট কীভাবে শনাক্ত করতে হবে। সেটা অবশ্যই জানতে হবে। আমাদেরকে আরও বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে। জাল টাকা জীবনের জন্য অপ্রয়োজনীয় জটিলতা।

এ সময় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুর রহমান, খাগড়াছড়ি কৃষি ব্যাংকের ব্যবস্থাপক দেবাশীষ ত্রিপুরা, খাগড়াছড়ি পূবালী ব্যাংক পিএলসি এর সহকারী মহাব্যবস্থাপক অভিজিৎ ভট্টাচার্য্য সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ