গুরুদাসপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২৪, ০৫:৩৩ পিএম

নাটোরের গুরুদাসপুর পৌর এলাকায় বজ্রপাতে আবেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত আবেরা বেগম দুই সন্তানের জননী ও গুরুদাসপুর পৌরশহরের আনন্দ নগর মহল্লার সাদ্দাদ হোসেনের স্ত্রী।

নিহতের স্বজন ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলুর রহমান ফজল বলনে, দুপুর ২টার দিকে আকাশে মেঘ দেখে নিহত আবেরা বেগম বাড়ির পাশে ডোবা থেকে হাঁস ফিরিয়ে আনতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি একটি আম গাছের নিচে আশ্রয় নেন। কিন্তু তার পাশে বিকট শব্দে একটি বজ্রপাত পরলে তিনি সেখানেই লুটিয়ে পরেন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক চৈতি মুন্সি বলেন, দুপুরে ওই গৃহবধূকে তার স্বজনরা চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। এর আগেই তার মৃত্যু হয়। তার শরীরে বজ্রপাতের কোন লক্ষণ পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে বজ্রপাতের শব্দে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

ইএইচ