বকেয়া বেতনের দাবি করায় শ্রমিক নেতাকে মারধরের অভিযোগ

সাভার প্রতিনিধি প্রকাশিত: জুন ৮, ২০২৪, ০৫:৫৭ পিএম

সাভারের উলাইল এলাকায় অবস্থিত আল-লিমা টেক্সটাইল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি করায় শ্রমিক নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে কারখানার অ্যাডমিন অফিসার আব্দুল রাজ্জাকুল কায়েমের বিরুদ্ধে।

এ ঘটনায় সাভার মডেল থানায় ভুক্তভোগী গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সভাপতি শ্রমিক নেতা এমদাদুল ইসলাম এমদাদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

এর আগে শনিবার সকালে সাভারের উলাইল বাসস্ট্যান্ডে অবস্থিত আল-লিমা টেক্সটাইল লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে। পরে শ্রমিক সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, আল-লিমা টেক্সটাইল লিমিটেডের নামের একটি পোশাক কারখানার ৩০ জন শ্রমিককে বেআইনিভাবে ছাঁটাই করে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে তালবাহানা করে কারখানার কর্তৃপক্ষ। শ্রমিকরা তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সভাপতি এমদাদুল ইসলাম এমদাদের কাছে সহযোগিতা চাইলে শ্রমিক নেতা এমদাদুল ইসলাম এমদাদ ও কবির খান মনির কারখানার সামনে অবস্থানরত শ্রমিকদের নামের তালিকা করে কারখানার মালিক পক্ষের সঙ্গে আলোচনা করতে গেলে কারখানার মূল ফটকের সামনে অ্যাডমিন রাজ্জাকুল কায়েমের নেতৃত্বে ৫-৬ জন কারখানার সিকিউরিটি শ্রমিক নেতা এমদাদুল ইসলাম এমদাদকে মারধর করে।

এদিকে শ্রমিক নেতা এমদাদুল ইসলাম এমদাদকে মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাভার আশুলিয়ার সকল শ্রমিক সংগঠনগুলো। একই সাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও ছাঁটাইকৃত শ্রমিকদের আইনানুগ বকেয়া পরিশোধ না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় শ্রমিক নেতারা।

অভিযোগের বিষয়ে জানতে আল-লিমা কারখানার অ্যাডমিন অফিসার আব্দুল রাজ্জাকুল কায়েমকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, মারধরের ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ