নেত্রকোণার সেই বাড়িতে কাউকে পাওয়া যায়নি, মিলল অস্ত্র-হ্যান্ডকাফ

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২৪, ১২:২৯ এএম

নেত্রকোণায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালিয়ে কাউকে খুঁজে পায়নি পুলিশ। তবে সেখান থেকে বিদেশি পিস্তল, গুলি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও খেলনা একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে তারা।

এদিকে উদ্ধার হওয়া এসব সরঞ্জামগুলো জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার হতো বলে দাবি করছে পুলিশ।

শনিবার দুপুর থেকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের ওই বাড়ির চারপাশে অবস্থান নেন পুলিশ সদস্যরা।

পরে বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ থেকে আসা এন্টি টেরোরিজম ইউনিট ঘটনাস্থলে এসে বাড়িটির ভেতরে ঢুকে প্রাথমিক অভিযান চালায়।

অভিযান শেষে নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনেক আগে থেকেই এই বাড়িটির ওপর নজর রাখা হচ্ছিল। শনিবার দুপুর থেকে পুলিশ এখানে অবস্থান নিয়েছে।

তিনি আরও জানান, সোর্স এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি, নেত্রকোনা শহরের কোথাও একটা জঙ্গি প্রশিক্ষণের আস্তানা রয়েছে। তার ভিত্তিতে আমরা অনেকদিন ধরে কাজ করি। গতকাল রাতে নিশ্চিত হই যে এই এলাকায় তারা অবস্থান করছে। তারপর সদর থানার পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে আমরা এখান থেকে জঙ্গি প্রশিক্ষণের বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছি।

ইএইচ