মহম্মদপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে মামলা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২৪, ০৩:০০ পিএম

মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামে এক গৃহবধূকে (২১) ভ্যান থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী বাদী হয়ে মহম্মদপুর থানায় গণধর্ষণ করার অপরাধে অভিযুক্ত চারজনের নামে মামলা করেছেন।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই নারী আত্মীয়ের বাড়ি থেকে পিতার বাড়ি ফেরার পথে ২বছর বয়সী তার শিশুকে সন্তানকে সঙ্গে নিয়ে আসছিলেন। এক পর্যায়ে পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামের এলেমের মোড় নামক স্থানে পৌঁছালে আসামিসহ অন্যান্য আসামিরা ওই গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে তাকে পাশে একটি পাটের ক্ষেতের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এমনকি তার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে তারা। অভিযুক্তরা হলেন- আপন মোল্লা (২৫), হায়াতুল (২০), নয়ন কাজী (২২) ও নয়ন (২৮)।

এ  বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বোরহান উল ইসলাম জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সে আদালতে জবানবন্দি প্রদান করেছে। আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

ইএইচ