ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাপ্তাহিক কাতিহার পশুর হাট থেকে ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত টোল আদায় অপরাধে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক দিনমজুরকে জেল দেওয়ার প্রতিবাদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণিকা আক্তারের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রোববার সকালে এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাণীশংকৈলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে বক্তারা বলেন, হাট বাজারের দায়িত্ব হাট ইজারাদারের উপর অর্পিত করেছেন আপনারা। হাটের যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সেটার দায়ভার হাট ইজারাদারের কোনো সাধারণ শ্রমিকের নয়।
বক্তারা আরও বলেন, শুধু কাতিহার বাজার নয় ঠাকুরগাঁও জেলার এমন কোন পশুর হাট নেই যে ৫০০ টাকার কম টোল নেই। অতিরিক্ত টোল আদায় করলে হাটের ইজারাদার করেছেন সাজা হলে ইজারাদারের হবে কোনো শ্রমিকের নয়। এটা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন বক্তারা। এতে সাধারণ মানুষের আইনের প্রতি শ্রদ্ধা দিন দিন হারিয়ে যাবে বলে মনে করেন তারা।
এ সময় উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য উমের আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রসেনজিৎ দাস মলয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজুয়ানুল হক রঞ্জু, সাদ্দাম, বিশ্বসহ কাতিহার বাজার এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
ইএইচ