‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের’ আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কুড়িগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ শারমীন আক্তার।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেবুন নেছা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সরকার নারীর জীবন মান উন্নয়নে এবং নিরাপত্তার জন্য সব ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের নেয়া সকল প্রকল্পে নারী ও শিশুর সার্বিক উন্নয়নের বিষয়টি সম্পৃক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। অসহায় নারীদের লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনি সেবা প্রদান করা হয়।
ইএইচ