পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে খাগড়াছড়িতে আশ্রয়ণ প্রকল্পের দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে খাগড়াছড়ির শালবাগান আশ্রয়ণ প্রকল্পের দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আসন্ন পবিত্র ঈদুল আজহা মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। সমাজে একটি অংশ রয়েছে যাদের কাছে ঈদ আনন্দ মানেই হলো বেঁচে থাকার লড়াই। দুবেলা খাওয়ার সংগ্রাম। আজো রয়েছে দুঃখী মানুষের ভীড়। আমরা কি পারি না- তাদের দুঃখ লাঘবের চেষ্টা করতে। তাদের মুখে একটু হাসি ফোঁটাতে। নতুন পোশাক বা ঈদের অন্য আনন্দগুলো তাদের সাথে ভাগাভাগি করতে। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ, আপনারাও অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়ান।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল হান্নান বলেন, আমি খেটে খাওয়া মানুষ। বয়সের ভারে এখন শরীরে শক্তি পাই না যার জন্য কাজও করতে পারি না। এই বছর ঈদ উপলক্ষ্যে কিছু কিনতে পারি নাই। পুলিশ সুপার স্যার আমাদের জন্য ঈদ উপহার নিয়ে এসেছেন। এর চেয়ে আনন্দের আমাদের জন্য আর কি হতে পারে। আমরা সবাই স্যারের জন্য দোয়া করি আর যেন ভবিষ্যতে আমাদের মত অসহায় ও দু:স্থ মানুষদের পাশে এভাবেই মানবিকতার হাত বাড়িয়ে দিতে পারে।
উল্লেখ্য, এর আগেও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার দু:স্থ নারী, এতিম শিশু, অসহায় মানুষ, তৃতীয় লিঙ্গের সুবিধাবঞ্চিত মানুষজনদের পাশে বিভিন্ন সময় উপহার সামগ্রী বিতরণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ