আগৈলঝাড়ায় চেয়ারম্যান হলেন যতীন্দ্র নাথ মিস্ত্রী

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২৪, ১০:৩৫ এএম

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত কলম)। তিনি পেয়েছেন ২৬ হাজার ৭৫৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত (আনারস প্রতীকে) পেয়েছেন ২৫হাজার ৮৬৯ভোট।

আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চার জনসহ মোট ১১ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান- বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সঞ্জয় বাড়ৈ (চশমা) পেয়েছেন ২১ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম তালুকদার (উড়োজাহাজ) পেয়েছেন ৯ হাজার ২৬১ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাফিজা ইয়াসমিন (ফুটবল) ২১ হাজার ৭৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পবিত্র রানী রায় (কলস) পেয়েছেন ১৪ হাজার ৬৭ ভোট।

ইএইচ