মাটিরাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে ইউএনওর প্রেস ব্রিফিং

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০১:২৬ পিএম

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৫ম পর্যায়ের (২য় ধাপে) ভূমিহীন ও গৃহহীন ৬৫টি পরিবার পাচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর উপকারভোগীদের নিকট জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে প্রেস ব্রিফিং সাংবাদিকদের জানান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঙ্গলবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগীদের নিকট ৫ম পর্যায়ের (২য় ধাপে) ৬৫টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫ম পর্যায়ের (২য় ধাপ) ৬৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারে ভূমিসহ দ্বিকক্ষ গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইঁয়া, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী কমল, সাংবাদিক মো. আবুল হাশেমসহ বিভিন্ন পত্রিকার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অসহায় ভূমিহীন-গৃহহীন ছিন্নমূল মানুষকে পুনর্বাসিত করে জাতীয় অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যতিক্রম উদ্যোগ।

ইএইচ