গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জুন ১১, ২০২৪, ০৬:২৫ পিএম

মরমনসিংহের গফরগাঁওয়ে নানার বাড়িতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কার শুভা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সে মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের মৃত আব্দুল হান্নানের মেয়ে ও স্থানীয় মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতীখলা গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়, শুভা আক্তার দুপুরে স্কুল থেকে পরীক্ষা শেষ করে বাড়িতে নাগিয়ে নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-ময়মনসিংহ রেলপথে বেখেয়ালী মনে হেঁটে যাচ্ছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া ট্রেন আসে। ট্রেন চালক সতর্কতা সংকেত দিলেও সে সতর্ক হতে পারেনি। ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা এসে শুভাকে মৃত অবস্থার পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ কার্তিক চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ