চিলমারীতে ভূমিহীন ও গৃহহীনদের ঘরসহ জমির কাগজ হস্তান্তর

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুন ১১, ২০২৪, ০৮:০০ পিএম

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কুড়িগ্রামের চিলমারীর ভূমি ও গৃহহীনদের মাঝে সুখের সেই ঠিকানার ঘরসহ জমির কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের চিলমারীর উপজেলার ৮০টি গৃহহীন-ভূমিহীনদের মুজিববর্ষের এ উপহার জমি ও ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর চিলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সুবিধাভোগীদের মাঝে দলিলপত্র প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদ আনোয়ার পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম (জেলি), চিলমারী মডেল থানার ওসি তদন্ত মো.  জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোজাফর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রমুখ।

ইএইচ