মঠবাড়িয়ায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের দিনব্যাপি প্রশিক্ষণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০২:৪১ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল আলমের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদি, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল প্রমুখ।

এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমাজসেবা গ্রাম সমিতির ২৫ জন নারী-পুরুষ দলনেতা ও সভাপতি অংশগ্রহণ করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল আলম বলেন, সমাজসেবা অধিদপ্তরের আওতায় উপজেলার ২৫ দলের মধ্যে ১ কোটি টাকা ক্ষুদ্রঋণ প্রদান করা হয়েছে। ঋণ গ্রহীতারা যাতে অহেতুক কাজে টাকা খরচ না করে দায়িত্বের সাথে ব্যবসা করে স্বাবলম্বী হন, সে ব্যাপারে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হয়েছে। সরকারের উদ্দেশ্য প্রতিটি পরিবার, প্রতিটি মানুষ স্বাবলম্বী হোক।

ইএইচ