তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০৩:৫৬ পিএম

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সন্তানেরা।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, পরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় বিক্ষোভ সমাবেশ করে তারা।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।

সমাবেশে বক্তারা বলেন, পাকিস্তানের প্রেতাত্মা এক ধরনের নামধারী শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ কোটা বাতিলের নামে দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক খন্দকার শামসুজ্জামান নাহিদ, সদস্য সচিব আব্দুল রাজ্জাক, কার্যকরী, সদস্য খন্দকার শামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা নাইয়েব আলী, বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ।

ইএইচ